Sunday, December 9, 2018

General Knowledge Model test preparation - 1

১)জাতিসংঘের পতাকার কোন দু'টি রং আছে?
     =নীল ও লাল।



২)ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কি?
   =সিসমোমিটার।

৩)পৃথিবীর বৃহত্তম নদী কোনটি?
  =আমাজান।

৪)বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনার কে?
  =কামরুল হাসান।


৫)পাহাড়পুড় কোন সভ্যতার নিদর্শন?
  =বৌদ্ধ সভ্যতার।

৬)ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?
  =এডিস।

৭)wall street কিসের জন্য বিখ্যাত?
   =শেয়ার বাজার।

৮)বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?
  =গ্যাস।

৯)'বেনগজি' শহর কোথায় অবস্থিত?
   =লিবিয়া।

১০)বঙ্গভঙ্গ রহিত করা হয় কোন সালে?
  =১৯১১ সালে।

১১)জাতীয় শিশু দিবস কবে পালিত হয়?
 =১৭ই মার্চ।

১২)নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেয়া হয়?
  =সুইডেন।

১৩)OIC-কোন সালে প্রতিষ্ঠিত হয়?
  =১৯৬৯ সালে।

১৪)গণপ্রজাতন্ত্রি বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে?
  =৪ টি।

১৫)বাংলাদেশের বীরত্ব সূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে সর্বোচ্চ?
  =বীরশ্রেষ্ট।

১৬)মানবাধিকার দিবস পালিত হয় কবে?
  =১০ই ডিসেম্বর।

১৭)পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কত সালে?
  =১৭৫৭ সালে।

১৮)বাংলাদেশ ও ভারতে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় কোন আদালতে?
  =স্থায়ী সালিশি আদালত (নেদারল্যান্ডস)।

১৯)জীনের রাসায়নিক উপাদান কোনটি?
  =ডি.এন.এ

২০)সাত সম্বুজ মসজিদটির নির্মাতা কে?
  =শায়েস্তা খান।

২১)বাংলাদেশের কোন জেলায় চা বাগান বেশী?
  =মৌলভীবাজার।

২২)জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম মুসলিম রাষ্ট্র কোনটি?
  =ইন্দোনেশিয়া।

২৩)বাংলাদেশের বৃহত্তম নদীর নাম কি?
  =মেঘনা।

২৪)বাংলাদেশের কোন ব্যাত্তি বা প্রতিষ্ঠান আইন প্রণয়ন করে থাকে?
  =জাতীয় সংসদ।

২৫)২০২২সালে বিশ্বকাপ ফুটবল এশিয়ার কোন দেশে অনুষ্ঠিত হবে?
  =কাতার।
২৬)বাংলাদেশের সুপ্রিমকোর্টের ডিভিশন বা বিভাগ কয়টি?
  =২ টি।

২৭)বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়?
  =১০ এপ্রিল,১৯৭১।

২৮)বাংলায় ফরায়েজি আন্দোলনের সূচনাকারী কে?
  =হাজি শরিয়ত উল্লাহ।

২৯)জাপানের আইন সভার নাম কি?
  =ডায়েট।

৩০)হেলসিংকি কোন দেশের রাজধানী?
  =ফিনল্যান্ড।

৩১)ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  =ব্রাসেলস।

No comments:

Post a Comment