প্রশ্ন -১
একটি ট্রেন ঘন্টায় ৪৮ কিমি বেগে ৩৬০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ১ মিনিটে অতিক্রম করল। ট্রেনটির দৈর্ঘ্য নির্নয় কর।
সমাধানঃ
ট্রেনের বেগ, V = ৪৮কিমি/মিনিট
= (৪৮*১০০০)মিটার / ৩৬০০ সেকেন্ড
অতিবাহিত সময়,T = ১ মিনিট=৬০ সেকেন্ড
অতিক্রান্ত দুরত্ব,S= (ট্রেনের বেগ, V) * (অতিবাহিত সময়,T)
= (৪৮*১০০০/৩৬০০) * (৬০)
=৮০০ মিটার
অতিক্রান্ত দুরত্ব,S = ট্রেনের দৈর্ঘ্য + প্লাটফর্মের দৈর্ঘ্য
৮০০=ট্রেনের দৈর্ঘ্য + ৩৬০ মিটার
ট্রেনের দৈর্ঘ্য = ৪৪০ মিটার।
উত্তরঃ ৪৪০ মিটার
প্রশ্ন -২
একটি ট্রেন ১৫ সেকেন্ডে একটি খুটি ও ২৫ সেকেন্ডে একটি ১০০মিটার দীর্ঘ প্লাটফরম অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত?
সমাধানঃ
ধরি,
খুটি অতিক্রমের সময় ট্রেনের বেগ = v মি/সেকেন্ড
প্লাটফরম অতিক্রমের সময় ট্রেনের বেগ =V মি/সেকেন্ড
ট্রেনের দৈর্ঘ্য = x মি
( v ) = ( V )
(অতিক্রান্ত দূরত্ত্ব/সময়) = (অতিক্রান্ত দূরত্ত্ব/সময়)
(অতিক্রান্ত দূরত্ত্ব/সময়) = (ট্রেনের দৈর্ঘ্য+প্লাটফর্মের দৈর্ঘ্য/সময়)
(x/১৫) = (x+১০০/২৫)
x = ১৫০ মিটার
উত্তরঃ১৫০ মিটার
প্রশ্ন -৩
একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় ৩৬ কিমি । ট্রেনের দৈর্ঘ্য ২০০ মিটার হলে ট্রেনের ১৬০ মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে?
সমাধানঃ
সময়,T = ( অতিক্রান্ত দুরত্ত্ব ) / ( বেগ )
= ( ট্রেনের দৈর্ঘ্য + সেতুর দৈর্ঘ্য ) / (৩৬ কিমি/ঘন্টা)
= (২০০+১৬০) / (৩৬*১০০০/৩৬০০ মি/ঘন্টা)
= ৩৬ সেকেন্ড
No comments:
Post a Comment