Saturday, December 15, 2018

General knowledge model test preparation - 3

১)একজন বাঙালি বিজ্ঞানী বিশ্বের কৃএিম কিডনী উদ্ভাবন করেছেন তার নাম কি?
  =, শুভ রায়, চট্রগ্রাম ,বাংলাদেশ।

২)বিশ্বের প্রথম সরকারি ব্যাংক কোনটি?
  =ব্যাংক অব ভেনিস।

৩)বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
  =সোনারগায়ে।

৪)জাতীয় সংসদের কোরাম হয় কত সাংসদের উপস্থিতিতে?
  =৬০ জন।

৫)২০১০ সালে চিলির দুর্ঘটনায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধার অভিযানের নাম কি?
  =অপারেশন সান লরেঞ্জা।

৬)কোন কোন বছর নোবেল পুরষ্কার দেয়া হয়নি?
  =১৯৪০,১৯৪১ এবং ১৯৪২ সালে।

৭)হংকং চীনের পূর্বে কোন দেশের অধীনে ছিল?
  =বৃটেন।

৮) V-Satবলতে কি বোঝায়?
  = V-Satহচ্ছে একটি স্যাটেলাইট যোগাযোগ পদ্ধতি,এর পূর্ণরূপ হচ্ছে

৯)কোন দেশকে City of flowering trees বলা হয়?
   =কিটো (ইকুয়েডর)।

১০)বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোত্তা কে?
  =বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি (প্রধান সম্পাদক সিরাজুল ইসলাম)।

১১)কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান কর্তৃক  ২১ শে ফ্রেবুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসাবে ঘোষণা দেয়া হয়?
  =UNESCO,1999.

১২)বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রি কে?
  =শ্রীলংকার শ্রীমাভো বন্দরনায়েকে।

১৩)WWWবলতে কি বোঝায়?
  =World Wide Web.

১৪)বিশ্বের অন্যতম প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতা কোন দেশে গড়ে উঠেছিল?
  =ইরাকে।

১৫)ফ্রিডম অব দি সিটিজেন  কি?
  =
১৬) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছিল কোথায়? 
  =নুরেমর্বাগ, জার্মানি।

১৭)'আমার কিছু কথা'মুক্তিযুদ্ধবিষয়ক একটি গ্রন্থটির লেখক কে?
  =বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১৮) বাংলাদেশের দক্ষিণ তালপট্রি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
  =হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায়.

১৯)বঙ্গবন্ধু জন্ম তারিখ ও সন লিখুন।
   =১৭ ই মার্চ ১৯২০ সাল।

২০)বাংলাদেশের প্রথম টেলিফোন ব্যাংকিং চালু করে কোন ব্যাংক?
  =স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক।

২১)পূণরূপ লিখুন :ACPR, BARD, AWACS, AIT, ATM

  ACPR-Association of Community and Population Research.
  BARD-Bangladesh Academy for Rural Development.
  AWACS-Airborne Warning And Control System.
  AIT-Asian Institute of Technology.

  ATM-Automated Teller Machine.

No comments:

Post a Comment