Friday, December 21, 2018

সাল টা যখন ১৯৪৫

১) জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়ঃ
  = ২৪ অক্টোবর ।




২)আইএমএফ (IMF) প্রতিষ্ঠিত হয়ঃ
   = ২৭ ডিসেম্বর।

কার্যক্রম শুরু করে ঃ ১৯৪৭ সালে ,১ মার্চ।


৩)ইয়াল্টা কনফারেন্স অনুষ্ঠিত হয় ঃ
   =১১ ফ্রেবুয়ারি।

উল্লেখ্য যে, এই কনফারেন্সে VETO ক্ষমতা প্রদান করা হয়।
জাতিসংঘ সনদে ২৭ নং অনুচ্ছেদে ভেটো-র  বিষয়টি উল্লেখ আছে।

৪) সানফ্রোনসিসকো সম্মেলন অনুষ্ঠিত হয় ঃ
   =২৫ এপ্রিল - ২৬ জুন।

এ সম্মেলনের মধ্য দিয়ে ২৪ অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে।


৫) FAO (Food and Agriculture Organization) প্রতিষ্ঠিত হয়ঃ
   =১৬ অক্টোবর




৬) আরব লীগ প্রতিষ্ঠিত হয়ঃ
   =২২ মার্চ।


৭)জার্মানি ৭ মে সোভিয়েত ইউনিয়নের কাছে আত্নসমর্পণ করে।ইতিহাসে কি নামে পরিচিত?
   =V-Day.


৮)জাপান কবে ২য় বিশ্বযুদ্ধে আত্নসমর্পণ করে?
   =১৪ আগষ্ট।

উল্লেখ্য, ২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে আত্নসমর্পণ করলে ২য় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে।


৯)পটাশিডাম সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?
   =২ আগষ্ট।

নোটঃ যুক্তরাষ্ট্র,বৃটেন,রাশিয়া জাপানকে আত্নসমর্পণ করতে আহবান জানায়।


১০)৬ আগষ্ট এবং ৯ আগষ্ট কি হয়?
   =৬ আগষ্ট হিরোসিমাতে এবং ৯ আগষ্ট নাগাসাকিতে যথাক্রমে লিটলবয় ও ফ্যাটম্যান নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র।


১১)UNESCO প্রতিষ্ঠার লক্ষ্যে সনদ স্বাক্ষরিত হয় এবং ইউনেস্কো প্রতিষ্ঠা লাভ করে।


১২) IBRD এবং IDA -এই দুটি প্রতিষ্ঠান নিয়ে গঠিত  হয় বিশ্বব্যাংক ঃ
   = ২৭ ডিসেম্বর।


১৩) Internal Court of Justiceপ্রতিষ্ঠিত হয়ঃ
   =২৬ জুন।


No comments:

Post a Comment