১) ১ ব্যাগ খাবার ১৮ টা মুরগির খেতে সময় লাগে ৫৪ দিন তাহলে ১২ টা মুরগির কত দিন লাগবে?
সমাধানঃ
১ ব্যাগ খাবার ১৮ টা মুরগি খায় ৫৪ দিনে
১ " " ১ " " " (১৮*৫৪) "
১ " " ১২ " " " (১৮*৫৪)/১২ "
=৮১ দিন
উত্তরঃ ৮১ দিন
২)একটা ট্রেন ২টা ষ্টেশন পার করতে সময় নেয় ৬ মিনিট যার মধ্যবর্তী দূরত্ব ছিল ৪ মাইল।তাহলে ট্রেন এর প্রতি ঘন্টায় গতি কত ছিল?
সমাধানঃ
ষ্টেশন দুটির মধ্যবর্তী দূরত্ব ৪ মাইল এবং ৪ মাইল যেতে ৬ মিনিট লাগে।
৬ মিনিটে যায় ৪ মাইল
১ মিনিটে যায় (৪/৬) মাইল
৬০ মিনিটে বা ১ ঘন্টায় যায় (৪*৬০/৬) বা ৪০ মাইল।
উত্তরঃ ৪০ মাইল ঘন্টায়
৩)একজন ব্যাক্তি ৩৬০ টাকা ধার করে যার প্রতি কিস্তি ছিল ৩১.৫০ টাকা যা ১২ মাসে পরিশোধ হয়।তাহলে ১ বছরে সুদের হার কত ছিল?
সমাধানঃ
১২ কিস্তিতে হয় ( ১২*৩১.৫০) টাকা
=৩৭৮.০০ টাকা।
যা ধারকৃত টাকার চেয়ে (৩৭৮-৩৬০)টাকা
= ১৮ টাকা বেশী।
৩৬০ টাকায় ১ বছরের সুদ ১৮ টাকা।
১ " ১ " " (১৮*৩৬০) "
১০০ " " " " (১৮*৩৬০)/১০০ "
= ৫%
উত্তরঃ৫%
৪) নতুন অবস্থায় সাইকেল এর দাম ২৫০০ টাকা।বছর শেষে দাম হয় মূল দামের ৪/৫ ভাগ।৩ বছর পর সাইকেলটির মূল্য কত হবে?
সমাধানঃ নতুন অবস্থায় সাইকেল এর দাম ২৫০০ টাকা
বছর শেষে দাম হয় মূল দামের ৪/৫ ভাগ অর্থ্যা ২৫০০*৪/৫ = ২০০০ টাকা।
এভাবে, ২য় বছর পর ২০০০*৪/৫ = ১৬০০ টাকা।
তিন বছর পর পুরানো সাইকেলের দাম হবে ১৬০০*৪/৫= ১২৮০ টাকা
উত্তরঃ ১২৮০ টাকা।
৫) একটি বাইসাইকেলের বিক্রয়মূল্যের ১৬% লাভ হয়।যদি আরো ২০ টাকা বেশী দরে বিক্রি করা হত তাহলে ২০% লাভ হত।বাইসাইকেলটির ক্রয় মূল্য কত?
সমাধানঃদেয়া আছে,
১৬% লাভে বিক্রয় করা হয়।
ক্রয়মূল্য ১০০ ধরলে বিক্রয়মূল্য ১১৬ টাকা।
আবার,২০% লাভে বিক্রয়মূল্য (১০০+২০) = ১২০ টাকা।
পার্থক্য (১২০ -১১৬) = ৪ টাকা
অর্থ্যাঠ, ৪ টাকা বিক্রয়মূল্য বেশী হলে ক্রয়মূল্য ১০০ টাকা।
২০" " " " " ১০০*২০/৪ "
= ৫০০ টাকা।
উত্তরঃ ৫০০ টাকা।
৬) ৬.৫% হারে ১৮০০ টাকার ৬ বছরের সুদ কত?
সমাধানঃ ১০০ টাকায় ১ বছরের সুদ ১৩/২ টাকা।
১ " " " " ১৩/(২*১০০) "
১৮০০" ৬ " " (১৩*১৮০০*৬)/(২*১০০) "
=৭০২ টাকা।
উত্তরঃ ৭০২ টাকা।
৭) ০.১ * ০.১ এর মান কত?
সমাধানঃ ০.১ * ০.১ =(১/১০)*(১/১০)= .০১
উত্তরঃ .০১
৮) আয়তক্ষেএের আয়তন ২১৬ বর্গমিটার।প্রস্থ ১ হলে দৈর্ঘ্য প্রস্থের ১.৫ বা ৩/২ গুন।তাহলে আয়তক্ষেএটির পরিসীমা কত?
সমাধানঃ প্রস্থ x হলে দৈর্ঘ্য (৩/২) * x
অর্থ্যাৎ, x * (৩*x/২) = ২১৬
=> ৩*(x^2) / 2 = ২১৬
=> (x^2) = ২*২১৬/৩
=> (x^2) = ১৪৪
=> x = ১২
প্রস্থ = ১২ মিটার
দৈর্ঘ্য = ৩*১২ / ৩ = ১৮ মিটার
:. পরিসীমা = ২*(১২+১৮)
= ৩০*২
=৬০
উত্তরঃ ৬০মিটার
৯) সুদের হার ৬% থেকে ৪% এ নামামো হলে ৫০০ টাকার ৩ বছরের সরল সুদের পরিমাণে পার্থক্য কত?
সমাধানঃ
সুদের হার ৬%, ১০০ টাকায় ১ বছরের সুদ =৬ টাকা
১ টাকায় ৩ বছরের সুদ = (৩*৬)/১০০ = ১৮/১০০ টাকা।
৫০০ টাকায় ৩ বছরের সুদ = (১৮*৫০০)/১০০= ৯০ টাকা।
এইভাবে, ৪% হারে,
১০০ টাকায় ১ বছরের সুদ =৪ টাকা
১ টাকায় ৩ বছরে সুদ = (৩*৪)/১০০ = ১২/১০০ টাকা। ৫০০ টাকায় ৩ বছরের সুদ = (১২*৫০০)/১০০=৬০ টাকা।
পার্থক্য = (৯০-৬০)=৩০ টাকা
উত্তরঃ ৩০ টাকা।
১০) একটি পণ্যের ক্রয়মূল্য ৪০০ টাকা।বিক্রয় করার সময় ২০% ক্ষতিতে বিক্রয় করা হল।তাহলে বিক্রয়মূল্য কত?
সমাধানঃ ক্রয়মূল্য ৪০০ টাকা।
বিক্রয় করতে গিয়ে ১০০ টাকায় ক্ষতি হয় ২০ টাকা।
১ টাকায় ক্ষতি হয় (২০/১০০) টাকা
তাহলে ৪০০ টাকায় ক্ষতি হয় (২০*৪০০/১০০)=৮০ টাকা
সুতরাং, পণ্যটির বিক্রয়মূল্য পাওয়া গেল (৪০০-৮০)=৩২০ টাকা।
উত্তরঃ ৩২০ টাকা।
১১) ২৫০ টাকায় বিক্রয় করে ২৫% লাভ হলে ক্রয়মূল্য কত?
সমাধানঃ ২৫% লাভে,
বিক্রয়মূল্য ১২৫ হলে ক্রয়মূল্য ১০০ টাকা
" ২৫০ " " ১০০*২৫০/১২৫ "
=২০০ টাকা।
উত্তরঃ ২০০ টাকা।
১২) ২০% ছাড়ে ১০০ টাকায় কলমটি কিনলে আসল দাম কত ছিল?
সমাধানঃ ২০% ছাড়ে,
মূল্য ৮০ হলে আসলমূল্য ১০০ টাকা।
" ১০০ " " ১০০*১০০/৮০ "
=১২৫ টাকা।
উত্তরঃ ১২৫ টাকা
১৩)যদি 2x=y এবং 3y = 2 হয়, তাহলে 9xy এর মান কত?
সমাধানঃ 3y=2
=>y=2/3.......(i)
এবং, 2x=y
=>2x=2/3.....(i)
:. x=1/3
সুতরাং, 9xy
=9*1/3*2/3
=2
উত্তরঃ ২
১৪)যদি 5x-3=2x+9 হয়।তাহলে x এর মান কত?
সমাধানঃ 5x-3=2x+9
=>3x=12
=>x=4
উত্তরঃ 4
১৫)যদি x+y=9,y+z=7 এবং z+x=9 হয়।তাহলে x,y and z এর গড় কত?
সমাধানঃ x+y=9,y+z=7 এবং z+x=9 হয়.তাহলে,
x+y+y+z+z+x=9+7+9
=>2(x+y+z) =25
=>x+y+z=12.5
গড়= 12.5/3
=>125/30
=>25/6
উত্তরঃ 25/6
16)মান বের করঃ (0.1*0.01*0.001)/(0.2*0.02*0.002)
সমাধানঃ .000001/.000008
=1/8{গুন করার পর দশমিক ছয় ঘর বামে সরে গেল}
=.125
উত্তরঃ 125
১৭)the price of sugar increased by 10%. what % of consumption of sugar is to be reduced in order to keep the expenditure on sugar at the same level?
solve: চিনির এর দাম ১০% বাড়ায় ব্যয় ১০০ হলে বর্তমান ব্যয় ১১০
বর্তমান ব্যয় ১০০ করতে ১১০ থেকে ১০ টাকা কমালে শতকরা কত কমে তা দেখাতে হবে।
অর্থাৎ, (১১০-১০০/১১০)*১০০
=১০*১০০/১১০
=১০০/১১
=৯.০৯%
উত্তরঃ ৯.০৯%
১৮)the producer sells a good to the wholesaler at a profit of 20% and the wholesaler sells it to the retailer at a profit of 10%. what is the original price of the good (in taka) if the retailer buys it for tk. 244?
সমাধানঃ খুচরা কিনে ২৪৪ টাকায় যা হল পাইকরীর ১০% লাভে বিক্রয়মূল্য।তাহলে,
১১০ টাকা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য ১০০ টাকা
২৪৪ " " " " ১০০*২৪৪/১১০ টাকা।
= ২২১.৮১৮
২২১.৮২ টাকা হল পাইকরীর এর ২০% লাভে বিক্রয়মূল্য।
তাহলে, বিক্রয়মূল্য ১২০ হলে উঠপাদন খরচ ১০০
" ২২১.৮২" " " ১০০*২২১.৮২/১২০
=১৮৪.৮৫
উত্তরঃ ১৮৪.৮৫ টাকা
১৯) গাড়ীর ও ঘোড়ার দাম যথাক্রমে ১৫০০ ও ২০০০ টাকা।যদি গাড়ির দাম ৫% বৃদ্ধি পায় এবং ঘোড়ার দাম ৮% হ্রাস পায় তাহলে গাড়ি ও ঘোড়ার মোট দাম কত হবে?
সমাধানঃ গাড়ীর ও ঘোড়ার দাম যথাক্রমে ১৫০০ ও ২০০০ টাকা।
গাড়ীর দাম ৫% বাড়লে হয় ১৫০০+১৫০০*৫/১০০
=১৫০০+৭৫
=১৫৭৫
ঘোড়ার দাম ৮% বাড়লে দাম হয় ২০০০+২০০০*৮/১০০
=২০০০+১৬০
=২১৬০
উভয়টির দাম হবে = (১৫৭৫+ ২১৬০) টাকা
=৩৭৩৫ টাকা।
উত্তরঃ ৩৭৩৫ টাকা।
-
প্রশ্ন-১ একটি বানর ৯২ ফুট উচু একটি তৈলাক্ত বাশ বেয়ে উপরে উঠতে লাগল। বানরটি প্রথম মিনিটে ১২ ফুট উঠে কিন্তু ২য় মিনিটে ৮ ফুট নিচে নেমে য...
-
প্রশ্ন -১ একটি ট্রেন ঘন্টায় ৪৮ কিমি বেগে ৩৬০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ১ মিনিটে অতিক্রম করল। ট্রেনটির দৈর্ঘ্য নির্নয় কর। সমাধানঃ ট...
-
প্রশ্ন - ১ ক ও খ একটি কাজ ১০ দিনে করে। খ একা ঐ কাজটা ২০ দিনে শেষ করে। ৪ দিন করার পরে খ চলে যায়। তবে বাকী কাজটি ক কতদিনে করবে? সমা...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment