Thursday, December 20, 2018

বাংলা মডেল টেষ্ট - ১

১)প্রাচীন এর বিপরীথ শব্দ কি?
   =অবার্চীন।




২)নন্দিত এর বিপরীথ শব্দ কি?
   = নিন্দিত।


৩)বহুব্রাহী সমাস কত প্রকার?
   = ৮ প্রকার।


৪)দেশের জন্য সেবা কর।দেশের কোন কারকে কোন বিভক্তি ?
   =সম্প্রদানে ষষ্ঠী।


৫)কথায় বর্ণনা করা যায় না যা?
   = অনির্বচনীয়।



৬)শুদ্ধ বানান
   = আদ্যক্ষর।


৭)নিকুঞ্জ সঠিক অর্থ কি?
   =বাগান।


৮)প্রত্যুষ এর সন্ধি বিচ্ছেদ কি?
   =প্রতি + ঊষ


৯)"মাথা খাও,ভুলিওনা খেয়ো মনে করে"-মাথা খাও বলতে কি কি বঝায়?
   =মাথার দিব্যি।


১০) লোক সাহিত্য কি?
   =লোক সাহিত্য হল লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী,গান,ছড়া ইত্যাদি।


১১)নীল লোহিত কার ছদ্মনাম?
   = সমরেশ মজুমদারের।


১২)দুর্দান্ত এর বিপরীথ শব্দ কি?
   =নিরীহ।


১৩)বৃষ্টি পড়ে টাপুর টুপুর - এখানে 'টাপুর টুপুর 'কোন দ্বিরুক্তি?
   =ধ্বন্যাত্নক দ্বিরুক্তি।


১৪)কচুবনে কালা চাঁদ এর অর্থ কি?
   =অপদার্থ।


১৫)শৃঙ্খলাকে অতিক্রান্ত = উচ্ছৃঙ্খল -কোন সমাস?
   =অব্যয়ীভাব।


১৬)অন্বেশন এর সন্ধি বিচ্ছেদ কি?
   =অনু+এষণ।


১৭)Diamond cuts diamond এর অর্থ কি?
   =মানিকে মানিক চেনে।


১৮)বরণের যোগ্য যিনি?
   =বরেণ্য।


১৯)উপচার্য এর শুদ্ধ কি?
   =উপচার।


২০)একাদশে বৃহস্পতি বাগধারার অর্থ কি?
   =সৌভাগ্যের বিষয়

No comments:

Post a Comment