প্রশ্ন-১
একটি নৌকা স্রোতের অনুকুলে ঘন্টায় ১২ কিমি এবং স্রোতের প্রতিকুলে ঘন্টায় ৮ কিমি যায়। নৌকার বেগ ঘন্টায় কত কিমি?
সমাধানঃ
ধরি,নৌকার বেগ, s= ঘন্টায় ১২ কিমি
স্রোতের বেগ, v = ঘন্টায় ৮ কিমি
s+v=১২
s-v=৮
যোগ করি,
২*s = ২০
s=১০
উত্তরঃ ১০ কিমি/ঘন্টা।
প্রশ্ন-২
একটি নৌকা স্রোতের অনুকুলে ১০ ঘন্টায় ৮০ কিমি এবং স্রোতের প্রতিকুলে ১২ ঘন্টায় ৪৮ কিমি যায়। নৌকার বেগ ঘন্টায় কত কিমি/ঘন্টা?
সমাধানঃ
ধরি,নৌকার বেগ = s কিমি/ঘন্টা
স্রোতের বেগ = v কিমি/ঘন্টা
স্রোতের অনুকুলে নৌকার বেগ = (৮০/১০) বা ৮ কিমি/ঘন্টা
স্রোতের প্রতিকুলে নৌকার বেগ = (৪৮/১২) বা ৪ কিমি/ঘন্টা
s+v=৮..................(১)
s-v=৪..................(২)
যোগ করি,
২*s = ১২
s=৬
উত্তরঃ ৬ কিমি/ঘন্টা
প্রশ্ন-৩
একটি নৌকা স্রোতের প্রতিকূলে ৯কিমি ও অনুকূলে ১৮ কিমি যায় ৩ ঘন্টায়। নৌকার গতিবেগ ঘন্টায় কত কিমি?
সমাধানঃ
ধরি,নৌকার বেগ = s কিমি/ঘন্টা
স্রোতের বেগ = v কিমি/ঘন্টা
স্রোতের অনুকুলে নৌকার বেগ = (১৮/৩) বা ৬ কিমি/ঘন্টা
স্রোতের প্রতিকুলে নৌকার বেগ = (৯/৩) বা ৩ কিমি/ঘন্টা
s+v=৬..................(১)
s-v=৩..................(২)
যোগ করি,
২*s = ৯
s=৪.৫
উত্তরঃ ৪.৫ কিমি/ঘন্টা।
No comments:
Post a Comment