-
প্রশ্ন-১ একটি বানর ৯২ ফুট উচু একটি তৈলাক্ত বাশ বেয়ে উপরে উঠতে লাগল। বানরটি প্রথম মিনিটে ১২ ফুট উঠে কিন্তু ২য় মিনিটে ৮ ফুট নিচে নেমে য...
-
প্রশ্ন -১ একটি ট্রেন ঘন্টায় ৪৮ কিমি বেগে ৩৬০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ১ মিনিটে অতিক্রম করল। ট্রেনটির দৈর্ঘ্য নির্নয় কর। সমাধানঃ ট...
-
প্রশ্ন - ১ ক ও খ একটি কাজ ১০ দিনে করে। খ একা ঐ কাজটা ২০ দিনে শেষ করে। ৪ দিন করার পরে খ চলে যায়। তবে বাকী কাজটি ক কতদিনে করবে? সমা...
Tuesday, December 11, 2018
General Knowledge model test preparation - 3
১)রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের নাম কি?
=Song offerings.
২)বিশ্বের ১৯৪ তম স্বাধীন দেশ কোনটি?
=কসভো (কসভো স্বাধীনতা লাভ করে ১৭ ফেব্রুয়ারি ২০০৮)।
৩)আয়তনে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার কততম বৃহত্তম দেশ?
=চতুর্থ বৃহত্তম।
৪)বাংলাদেশে গভীর,সমুদ্রবন্দর কোথায় নির্মাণের প্রস্তাবনা রয়েছে?
=পটুয়াখালীর কলাপাড়ায়।
৫)যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেকশনে ইলেকটোরাল ভোটের সংখ্যা কত?
=৫৩৮ টি।
৬)WTO - এর হেডকোয়ার্টার কোন শহরে অবস্থিত?
=জেনেভা,সুইজারল্যান্ড।
৭)কোন সালে বাংলাদেশ CTBT অনুমোদন করে?
=৮ মার্চ ২০০০
৮)বিশ্বের ঘনবসতিপূর্ণ শহর কোনটি?
=ম্যানিলা,ফিলিপাইন।
৯)'গুয়াস্তানামো বে' বন্দিশালা কোথায় অবস্থিত?
=কিউবা।
১০)মোবাইল ফোনের আবিস্কারক কে?
=মার্টিন কুপার।
১১)বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
=মেরু অঞ্চলে।
১২)কোন কোন দেশের জাতীয় পতাকা কখনো অর্ধনমিত হয় না?
=সৌদি আরব ও ইরান।
১৩)বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?
=কর্ণফুলী।
১৪)জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের বিরুদ্ধে কোন দেশ ভেটো প্রদান করে?
=চীন।
১৫)কাগজী মুদ্রার বিপরীতে নিরাপত্তা হিসেবে বাংলাদেশ ব্যাংক কী রিজার্ভ রাখে?
=স্বর্ণ।
১৬) DFI বলতে কী বুঝায়?
=Development Finance Institution.
১৭)গ্রীণ হাউজ প্রতিক্রিয়া প্রতিরোধ আমাদের করণীয় কী?
=বেশি পরিমাণে গাছ লাগানো।
১৮)বিশ্বের উচ্চতম ভবনের নাম কী এবং কোথায় অবস্থিত?
=বুর্জ খলিফা, সংযুক্ত আরব আমিরাত।
১৯)আয়তনে দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশ কোনটি?
=সুরিনাম (আয়তন ১,৬৩,২৭০ বর্গ কিঃমি)
২০) CFl -এর পূণরূপ কী ?
=Compact Fluorescent Lamp.
২১)বাংলাদেশের কোন স্থাপত্যটি 'সম্মিলিত প্রয়াস'নামে পরিচিত?
=জাতীয় স্মৃতিসৌদ (সাভার)।
২২)পাহাড়ি মাটির রাসায়নিক বৈশিষ্ট্য কি?
=অম্লতা।
২৩)বাংলাদেশের 'মাশরুম ফোয়ার' ভাস্কর্যটি কোন স্থানে অবস্থিত?
=হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর,ঢাকা।
২৪)'গ্ণতন্ত্র চত্বর'কোন দেশে অবস্থিত?
=নমপেন,কম্বোডিয়া।
২৫)'Money is what money does'উক্তিটি কে করেছেন?
=Walker (ওয়াকার)।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment