Monday, January 14, 2019

এক কথায় প্রকাশ - ০২



 ১) অক্ষির সমক্ষে বর্তমান - প্রত্যক্ষ।

২) অনেকের মধ্যে একজন অন্যতম - অন্যতম।


৩)  আকাশে বেড়ায় যে - আকাশচারী,  খেচর।

৪)  আপনাকে যে পণ্ডিত মনে করে - পণ্ডিতম্মম

৫) আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার - আস্তিক।

৬)  আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার - নাস্তিক।

৭)  একই মাতার উদরে জাত যে - সহােদর

 ৮)  দিনে যে একবার আহার করে -  একাহারী।

৯) নদী মেখলা যে দেশের - নদীমেখলা।

১০)  নষ্ট হওয়াই স্বভাব যার - নশ্বর।

১১) নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে - নাবিক।

 ১২) বিদেশে থাকে যে -  প্রবাসী।।

১৩)  বিশ্বজনের হিতকর - বিশ্বজনীন।

 ১৪) মৃতের মতাে অবস্থা যার - মুমূর্ষ।

১৫) যা অধ্যয়ন করা হয়েছে - অধীত।

১৬)  যা আঘাত পায়নি - অনাহত।

 ১৮) যা উদিত হচ্ছে - উদীয়মান।

 ১৯) যা কখনাে নষ্ট হয় না -অবিনশ্বর।

২০) যা চিন্তা করা যায় না অচিন্তনীয় -  অচিন্ত্য।

২১)  যা জলে ও স্থলে চরে - উভচর।

২২)  যা জলে চরে -  জলচর।

২৩) যা থলে চরে - থলচর।

২৪)  যা দমন করা কষ্টকর - দুর্দমনীয়।

২৫) যা দমন করা যায় না  - অদম্য।

No comments:

Post a Comment