-
প্রশ্ন-১ একটি বানর ৯২ ফুট উচু একটি তৈলাক্ত বাশ বেয়ে উপরে উঠতে লাগল। বানরটি প্রথম মিনিটে ১২ ফুট উঠে কিন্তু ২য় মিনিটে ৮ ফুট নিচে নেমে য...
-
প্রশ্ন -১ একটি ট্রেন ঘন্টায় ৪৮ কিমি বেগে ৩৬০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ১ মিনিটে অতিক্রম করল। ট্রেনটির দৈর্ঘ্য নির্নয় কর। সমাধানঃ ট...
-
প্রশ্ন - ১ ক ও খ একটি কাজ ১০ দিনে করে। খ একা ঐ কাজটা ২০ দিনে শেষ করে। ৪ দিন করার পরে খ চলে যায়। তবে বাকী কাজটি ক কতদিনে করবে? সমা...
Monday, January 14, 2019
এক কথায় প্রকাশ - ০২
১) অক্ষির সমক্ষে বর্তমান - প্রত্যক্ষ।
২) অনেকের মধ্যে একজন অন্যতম - অন্যতম।
৩) আকাশে বেড়ায় যে - আকাশচারী, খেচর।
৪) আপনাকে যে পণ্ডিত মনে করে - পণ্ডিতম্মম
৫) আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার - আস্তিক।
৬) আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার - নাস্তিক।
৭) একই মাতার উদরে জাত যে - সহােদর
৮) দিনে যে একবার আহার করে - একাহারী।
৯) নদী মেখলা যে দেশের - নদীমেখলা।
১০) নষ্ট হওয়াই স্বভাব যার - নশ্বর।
১১) নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে - নাবিক।
১২) বিদেশে থাকে যে - প্রবাসী।।
১৩) বিশ্বজনের হিতকর - বিশ্বজনীন।
১৪) মৃতের মতাে অবস্থা যার - মুমূর্ষ।
১৫) যা অধ্যয়ন করা হয়েছে - অধীত।
১৬) যা আঘাত পায়নি - অনাহত।
১৮) যা উদিত হচ্ছে - উদীয়মান।
১৯) যা কখনাে নষ্ট হয় না -অবিনশ্বর।
২০) যা চিন্তা করা যায় না অচিন্তনীয় - অচিন্ত্য।
২১) যা জলে ও স্থলে চরে - উভচর।
২২) যা জলে চরে - জলচর।
২৩) যা থলে চরে - থলচর।
২৪) যা দমন করা কষ্টকর - দুর্দমনীয়।
২৫) যা দমন করা যায় না - অদম্য।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment