Monday, January 14, 2019

এক কথায় প্রকাশ - ০৩

১) যা নিবারণ করা কষ্টকর - দুর্নিবার।

 2) যা বার বার দুলছে - দোদুল্যমান।


 ৩) যা বিনা যত্নে লাভ করা গিয়েছে - অযত্বলন্ধ।

৪)  যা মর্ম স্পর্শ করে -  মর্মস্পর্শী।

৫) যা সম্পন্ন করতে বহু ব্যয় হয় - ব্যয়বহুল।

৬)  যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন - অনন্যসাধারণ।

৭)  যার আকার কুৎসিত - কদাকার।

 ৮) যার কোনাে উপায় নেই -  নিরুপায়।

৯)  যার কোনাে কিছু থেকেই ভয় নেই - অকুতােভয়।

 ১০) যার প্রকৃত বর্ণ ধরা যায় না - বর্ণচোরা।

১১) যার বিশেষ খ্যাতি আছে - বিখ্যাত।

১২)  যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে - পরগাছা।

 ১৩)  যে গাছ কোনাে কাজে লাগে না -  আগাছা।

১৪)  যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না - বনস্পতি।

১৫)  যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে - কাককন্ধ্যা।

 ১৬)  যে নারী নিজে বর বরণ করে নেয় - স্বয়ংবরা।

 ১৭)  যে নারীর কোনাে সন্তান হয় না  - বন্ধ্যা।

 ১৮) যে পুরুষ বিয়ে করেছে  - কৃতদার।

 ১৯) যে পুরুষের চেহারা দেখতে সুন্দর - সুদর্শন।

 ২০)  যে বাতু থেকে উৎখাত হয়েছে - উদ্বাস্তু।

২১) যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে  - অবিমৃষ্যকারী।

২২)  যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না - অপরিণামদর্শী।

২৩)  যে মেয়ের বিয়ে হয়নি - অনুঢ়া।

২৪)  যে শুনেই মনে রাখতে পারে - শ্রুতিধর।

২৫) যে সকল অত্যাচারই সয়ে যায় - সর্বংসহা।


No comments:

Post a Comment