১) যা নিবারণ করা কষ্টকর - দুর্নিবার।
2) যা বার বার দুলছে - দোদুল্যমান।
৩) যা বিনা যত্নে লাভ করা গিয়েছে - অযত্বলন্ধ।
৪) যা মর্ম স্পর্শ করে - মর্মস্পর্শী।
৫) যা সম্পন্ন করতে বহু ব্যয় হয় - ব্যয়বহুল।
৬) যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন - অনন্যসাধারণ।
৭) যার আকার কুৎসিত - কদাকার।
৮) যার কোনাে উপায় নেই - নিরুপায়।
৯) যার কোনাে কিছু থেকেই ভয় নেই - অকুতােভয়।
১০) যার প্রকৃত বর্ণ ধরা যায় না - বর্ণচোরা।
১১) যার বিশেষ খ্যাতি আছে - বিখ্যাত।
১২) যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে - পরগাছা।
১৩) যে গাছ কোনাে কাজে লাগে না - আগাছা।
১৪) যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না - বনস্পতি।
১৫) যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে - কাককন্ধ্যা।
১৬) যে নারী নিজে বর বরণ করে নেয় - স্বয়ংবরা।
১৭) যে নারীর কোনাে সন্তান হয় না - বন্ধ্যা।
১৮) যে পুরুষ বিয়ে করেছে - কৃতদার।
১৯) যে পুরুষের চেহারা দেখতে সুন্দর - সুদর্শন।
২০) যে বাতু থেকে উৎখাত হয়েছে - উদ্বাস্তু।
২১) যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে - অবিমৃষ্যকারী।
২২) যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না - অপরিণামদর্শী।
২৩) যে মেয়ের বিয়ে হয়নি - অনুঢ়া।
২৪) যে শুনেই মনে রাখতে পারে - শ্রুতিধর।
২৫) যে সকল অত্যাচারই সয়ে যায় - সর্বংসহা।
-
প্রশ্ন-১ একটি বানর ৯২ ফুট উচু একটি তৈলাক্ত বাশ বেয়ে উপরে উঠতে লাগল। বানরটি প্রথম মিনিটে ১২ ফুট উঠে কিন্তু ২য় মিনিটে ৮ ফুট নিচে নেমে য...
-
প্রশ্ন -১ একটি ট্রেন ঘন্টায় ৪৮ কিমি বেগে ৩৬০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ১ মিনিটে অতিক্রম করল। ট্রেনটির দৈর্ঘ্য নির্নয় কর। সমাধানঃ ট...
-
প্রশ্ন - ১ ক ও খ একটি কাজ ১০ দিনে করে। খ একা ঐ কাজটা ২০ দিনে শেষ করে। ৪ দিন করার পরে খ চলে যায়। তবে বাকী কাজটি ক কতদিনে করবে? সমা...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment