Thursday, January 31, 2019

Random IT Related Questions

১। কম্পিউটার আবিষ্কার করেন - হাওয়ার্ড আইকেন

২। কম্পিউটারের জনক = চার্লস ব্যাবেজ 

৩। আধুনিক কম্পিউটারের জনক = ভন নিউম্যানকে 

৪। মাইক্রো কম্পিউটারের জনক =এইচ. এডওয়ার্ড রবার্ট

৫। প্রথম ডিজিটাল কম্পিউটার = মার্ক-১ 

৬। ইন্টারনেট চালুর বছর = ১৯৬৯

 ৭। বাংলাদেশে সবার জন্য ইন্টারনেট চালুর বছর = ১৯৯৬ ।

 ৮ । টিসিপি( TCP) উদ্ভাবনের বছর = ১৯৮২

৯. TCP - ব্যবহার = ১৯৮৩

 ১০। ট্রানজিস্টর উদ্ভাবনের বছর = ১৯৪৮ 

১১। আইসি উদ্ভাবনের বছর = ১৯৫৮ ( রবার্ট নয়েস )

১২। মাইক্রোপ্রসেসর উদ্ভাবনের বছর = ১৯৭১ 

১৩। লেজার রশ্মি উদ্ভাবনের বছর = ১৯৬০ ( রুমি মাইম্যান ) 

১৪। পৃথিবীতে প্রথম ল্যাপটপ কবে তৈরি করা হয় = ১৯৮১ সালে। এপসন কোম্পানি অসবর্ন-১ । 

১৫। বাংলাদেশে কবে প্রথম ল্যাপটপ তৈরি করে ? = ২০১১ সালে টেশিস দোয়েল নামে। 

১৬ । বিশ্বের প্রথম সুপার কম্পিউটার - তিয়ানহে -১ ( চিন ) 

১৭। বাংলাদেশের প্রথম সুপার কম্পিউটার = IBM RS / 6000 SP 

১৮। কৃত্রিম বৃদ্ধি ও পরিবেশ থেকে শিক্ষা নিয়ে কাজ করতে পারবে কোন কম্পিউটার = ৫ম পঞ্চম প্রজন্মের

 ১৯। গঠন ও ক্রিয়া নীতি অনুসারে কম্পিউটার কত প্রকার ?
 = ৩ প্রকার।  ডিজিটাল,  এনালগ , হাইব্রিড ।

২০। আকার -আয়তন ,কাজ করার ক্ষমতা, স্মৃতি ও সুযোগ ইত্যাদির ভিত্তিতে কম্পিউটার কত প্রকার ? = ৪প্রকার । সুপার , মেইনফ্রেম, মিনি, মাইক্রো । 

২১। সাধারণত কম্পিউটার সিস্টেমের অংশ কয়টি ? = ২টি । হার্ড ওয়ার ও সফটওয়ার 

২২। ক্রেন্দ্রীয় প্রক্রিয়াকরণের অংশ কয়টি ?
   = ৩টি । গাণিতিক যুক্তি অংশ , নিয়ন্ত্রণ ইউনিট , রেজিস্টার বা স্মৃতি 

২৩। কম্পিউটারের মেমোরি কত প্রকার ?
= ৩প্রকার । প্রধান/ মূখ্য, সহায়ক/গৌণ , ক্যাশ মেমোরি ।

২৪। কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তি কোনটি? = র‌্যাম RAM ( স্থায়ী ROM ) 

২৫। কোন মেমোরির গতি সবচেয়ে বেশি ? = ক্যাশ মেমোরি 

 ২৬। ইনপুট- আউটপুট ডিভাইস কোন গুলো ?
 = মডেম , টাচস্ক্রিন, ডিজিটাল ক্যামেরা , নেটওয়ার্ক কার্ড, হ্যাণ্ডসেট, ফ্যাক্স, অডিও বা সাউণ্ড কার্ড, ডিভিডি / সিডি , মাল্টি -ফাংশন ।

২৭। মনিটর কয় প্রকার ? = ৩প্রকার । যথা: CRT, LCD , LED .

২৮। মাউস কবে উদ্ভাবিত হয় ? = ১৯৬৩ । ডগলাস এ্যাঞ্জেল বার্ড

 ২৯। মাউস ব্যবহৃত হয় = চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে ( GUI) । ম্যাকিনটোস ১৯৮৪সালে।

 ৩০. বর্তমানে প্রচলিত কী- বোর্ডগুলোতে সর্বোচ্চ ’কী’ থাকে ? = ১০৫ 

৩১। কী-বোর্ডে সংখ্যাসূচক আছে =১৭টি

৩২। ফাংশন কী আছে = ১২টি 

৩৩। সবচেয়ে দ্রুতগতির প্রিণ্টার হলো = লেজার প্রিণ্টর 

৩৪। প্রজেক্টর হলো = একটি ইলেকট্রো অপটিক্যাল যন্ত্র 

৩৫। COMPUTER -এর কিছু একক ---------------------------------------- 

  •  কম্পিউটারের তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক হচ্ছে -- পিক্সেল 

  • Refresh - কে প্রকাশ করা হয় -- হার্টজ এককে । 

  •  প্রিন্টারের রেজুলেশন পরিমাপক একক হলো -- ডিপিআই (ডটস পার ইঞ্চ )

  • মেমোরী যে এককে পরিমাপ করা হয় -- গিগাবাইট 

  •  কম্পিউটার বাসের প্রশস্ততা মাপা হয় -- বিট হিসেবে । 

  • বাসের গতি মাপা হয় --মেগাহার্টজে 

  •  হাডডিস্ক মাপার একক -- গিগাবাইট 

  • ইনফরমেশেনের ক্ষুদ্রতম একক -- ডেটা 

  • ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন -এর একক - bps (bits per second)

  • হার্ডডিস্ক মাপার একক = গিগাবাইট । কিন্তু টেরাবাইটও আছে 

  • ৮ বিটে  ১ বাইট বা ১ কারেক্টার

৩৬। টাচস্ক্রিনের জনক = মাইকেল হাস্ট 

৩৭। টাচস্ক্রিন মোবাইলের জনক = স্টিভস জবস । 

৩৮। বাংলাদেশে ১ম সাবমেরিন ক্যাবল স্থাপন করা হয = মে , ২০০৬ । কক্সবাজারের ঝিলংঝা তে স্টেশন । ১৭০ কি.মি র ব্যয় করতে হয় বাংলাদেশ কে । SE-ME- WE4 

৩৯। দ্বিতীয় সাবমেরিন ক্যাবল স্টেশনে স্থাপন করা হয়েছে = পটুয়াখালী কলাপাড়ায়

৪০। বাংলাদেশে 3G চালু হয় = ১৪ অক্টোবর , ২০১২ 

৪১। Wi-Max বাংলাদেশে চালু হয় = জুলাই ২০০৯ । 

৪২। বায়োমেট্রিক পদ্ধতি গ্রহণে বাংলাদেশ ২য় = (সংগৃহীত)

No comments:

Post a Comment