Monday, January 14, 2019

এক কথায় প্রকাশ - ০৫

১) যা কোথাও উঁচু কোথাও নিচু - বন্ধুর। 

২)  যা ক্রমশ বর্ধিত হচ্ছে  - বর্ধিষ্ণু।

৩) যা খুব শীতল বা উষ্ণ নয় -  নাতিশীতােষ্ণ। 

৪)  যা দীপ্তি পাচ্ছে - দেদীপ্যমান। 

৫) যা পূর্বে ছিল এখন নেই  - ভূতপূর্ব।

৬) যা পূর্বে দেখা যায় নি  - অদৃষ্টপূর্ব 

৭)  যা পূর্বে শােনা যায় নি  - অশ্রুতপূর্ব 

৮) যা বলা হয় নি  - অনুক্ত

৯)  যার অন্য উপায় নেই -  অনন্যোপায়। 

১০) যার উপস্থিত বুদ্ধি আছে  - প্রত্যুৎপন্নমতি 

১১)  যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না  - অজ্ঞাতকুলশীল
 
১২)  যার সর্বস্ব হারিয়ে গেছে সর্বহারা -  হৃতসর্বস্ব।

 ১৩)  যিনি বক্তৃতা দানে পটু  - বাগ্মী।

১৪)  যে ক্রমাগত রােদন করছে - রােরুদ্যমান।

 ১৫)  যে নারী বীর সন্তান প্রসব করে - বীরপ্রসূ 

১৬)  যে নারীর সন্তান বাঁচে না  - মৃতবৎসা।

 ১৭) যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ - শ্বাপদসংকুল 

১৮)  যে বিষয়ে কোনাে বিতর্ক (বা বিসংবাদ) নেই  - অবিসংবাদিত।

১৯)  যে রব শুনে এসেছে -  রবাহুত 

২০)  যে রােগ নির্ণয় করতে হাতড়িয়ে ক্লান্ত - হাতুড়ে

২১) যা বলার যােগ্য নয়  - অকথ্য 

২২)  লাভ করার ইচ্ছা - লিপ্সা।

৩)  সকলের জন্য প্রযােজ্য  - সর্বজনীন।
  
২৪)  হনন করার ইচ্ছা - জিঘাংসা 

৫) যা বার বার দুলছে - দোদুল্যমান।

No comments:

Post a Comment