Friday, January 4, 2019

আইটি প্রশ্নব্যাংক-২ (অফিসার/অফিসার ক্যাশ নিয়োগ পরীক্ষা আগষ্ট-২০১৪ সোনালি ব্যাংক)

১) ব্যাংক শিল্পে কোন ধরনের স্ক্যানার ব্যবহৃত হয়?
   = এম আই সি আর (MICR)




২) SIM এর পূর্ণরুপ হচ্ছে-
   = Subscriber Identity Module


৩)ইন্টারনেট এর ব্যবহার শুরু হয় কোন সালে?
   = ১৯৬৯


৪) কম্পিউটার বিশ্বে কিংবদন্তি কে?
   = বিল গেটস


৫) উউন্ডোজ হচ্ছে একটি _
    = অপারেটিং সিস্টেম


৬) নিম্নের কোনটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম
ক) এম এস ওয়ার্ড  খ) ইয়াহু   গ) এম এস এক্সেল   ঘ) এম এস পাওয়ার পয়েন্ট

উত্তরঃ এম এস ওয়ার্ড


৭) নিম্নের কোনটি একটি এন্টি ভাইরাস সফটওয়ার
 ক) ফটোশপ       খ) নর্টন     গ) জিমেইল        ঘ) ফ্ল্যাশ

উত্তরঃ নর্টন


৮) LAN বলতে কি বুঝায়?
   =Local Area Network


৯) Microsoft Excel একটি-
   = ডাটাবেজ প্রোগ্রাম


১০) নিম্নের কোনটি প্রোগ্রামটি কম্পিউটারে সি - ড্রাইভে থাকে?
ক) মাই ডকুমেন্ট   খ) উইন্ডোজ      গ) পেন ড্রাইভ    ঘ) ফ্লপি ডিস্ক

উত্তরঃ উইন্ডোজ


১১) মোডেম কি?
   = কনভারশন টুল

১২) ইন্টারনেট সেবা প্রদানকারী কোম্পানীকে কি বলা হয়?
   = Internet Service Provider


১৩) কোন কার্ডের বিপরীত ব্যাংক থেকে ঝণ পাওয়া যায়ঃ
   = Credit Card


১৪) নিচের কোন সংখ্যা পদ্ধতিটি কম্পিউটারে ডাটা সংরক্ষণে ব্যবহৃত হয়?
   = Binary


১৫) Trojan Horse হচ্ছে -
   = একটি ভাইরাস।

No comments:

Post a Comment