আয়তনঃ ১,৪৭,৫৭০ বর্গ কিমি বা ৫৬,৯৭৭ বৰ্গমাইল
মোট সীমানাঃ ৫,১৩৮ কিমি
জলসীমাঃ ৭১১ কিমি
সীমাঃ উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়; পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম ও
মিয়ানমার (বার্মা; পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে বঙ্গোপসাগর
* সীমান্তবর্তী দেশঃ ২টি (ভারত ও মিয়ানমার)
সীমান্ত বাহিনীঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
ভারতের সাথে সীমান্তঃ ৪,১৫৬ কিমি। (সূত্র : বর্ডার গার্ড বাংলাদেশ)
মিয়ানমারের সাথে সীমান্তঃ ২৭১ কিমি। (সূত্র : বর্ডার গার্ড বাংলাদেশ)
আঞ্চলিক সমুদ্রসীমাঃ ১২ নটিক্যাল মাইল (১ নটিক্যাল মাইল = ১.১৫ মাইল বা ১.৮৫৩ কিমি)
সন্নিহিত এলাকাঃ ১৮ নটিক্যাল মাইল
No comments:
Post a Comment