Friday, January 18, 2019

বাংলাদেশ পরিচিতি | পার্ট-১ | রাষ্ট্র ও জাতীয় বিষয়

সাংবিধানিক নামঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
ইংরেজি নামঃ The Peoples Republic of Bangladesh
রাজধানীঃ ঢাকা
* বাণিজ্যিক রাজধানীঃ চট্টগ্রাম

স্বাধীনতা ও জাতীয় দিবসঃ ২৬ মার্চ
বিজয় দিবসঃ ১৬ ডিসেম্বর
জাতীয় সঙ্গীতঃ আমার সোনার বাংলার প্রথম ১০ চরণ (রচয়িতা : রবীন্দ্রনাথ ঠাকুর)
* জাতীয় প্রতীকঃ দুপাশে ধানের শীষবেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। তার মাথায় পাটগাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুটি করে মোট ৪টি তারকা।
রাষ্ট্রভাষাঃ বাংলা (ইংরেজি অন্যতম ভাষা)
জাতীয়তাঃ বাঙালি
নাগরিকত্বঃ বাংলাদেশি
রাষ্ট্রধর্মঃ ইসলাম



***সুত্রঃ Current Affairs

No comments:

Post a Comment