- বাংলা সাহিত্যকে চার ভাগে বিভক্ত করা হয়
- প্রাচীন যুগ = ৯৫০ - ১২০০ খ্রিষ্টাব্দ (কারো মতে, ৬৫০ - ১২০০)
- অন্ধকার যুগ = ১২০১ - ১৩৫০ খ্রিষ্টাব্দ
- মধ্যযুগ = ১৩৫১ - ১৮০০ খ্রিষ্টাব্দ
- আধুনিক যুগ = ১৮০১ - বর্তমান
১) সাহিত্য কথাটি কোন শব্দ থেকে এসেছে?
২) বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ 'কথোপকথন' কে রচনা করেছেন?
= উইলিয়াম কেরি।
৩)বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?
= আলালের ঘরের দুলাল (প্যারিঁচাঁদ মিত্র)
৪) বাংলা ভাষায় রচিত প্রথম প্রনোয়পখ্যান কোনটি আর রচয়িতা কে?
= ইউসুফ জুলেখা ( শাহ্ মুহম্মদ সগীর)
৫) ৩)বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস কোনটি?
= কপাল কুন্ডলা ( বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)
৬) বাংলাভাষায় রচিত প্রথম প্রবন্ধ গ্রন্থ?
= বেদান্ত ( রাজা রামমোহন রায়)
নোটঃ রচনাকাল ১৮১৫
৭) বাংলাভাষায় প্রথম ব্যকরণ কোনটি ?
= পর্তুগীজ বাংলা ব্যাকরণ ( অ্যাসুস্পাসাশ্যালে
নোটঃ রচনাকাল ১৭৩৪ সাল
৮) বাংলাসাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি ?
= মেঘনাদবধ ( মাইকেল মধুসূদন দও)
নোটঃ প্রকাশিত হয় ১৮৬সালে
৯) বাংলা সাহিত্যির প্রথম মহিলা উপন্যাসিক কে ?
= স্বর্ণকুমারী দেবী ।
নোটঃ ১৮৭৭ সাল মেবাররাজ প্রকাশিত হয়
১০) বাংলা সাহিত্যির প্রথম মুসলিম কবি কে?
= শাহ্ মুহম্মদ সগীর
১১) বাংলা সাহিত্যির প্রথম মহিলা মুসলমান কবি কে?
= মাহমুদা খাতুন সিদ্দিকা
১২) বাংলা সাহিত্যের প্রথম মুসলমান গদ্য লেখক কে ?
= শামসুদ্দীন মুহম্মদ সিদ্দিকী
১৩)বাংলা সাহিত্যের প্রথম মুসলমান মহিলা গদ্য লেখিকা কে ?
= বিবি তাহের নেছা
১৪) বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাট্যকার কে ?
= মাইকেল মধূসূদন দত্ত
১৫) বাংলাভাষায় প্রথম সনেট রচয়িতা কে ?
= মাইকেল মধূসূদন দত্ত
১৬) বাংলাভাষায় প্রথম প্রহসন নাটক ?
= একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
নোটঃ মাইকেল মধূসূদন দত্তের রচনাটি ১৮৫৯ সালে প্রকাশিত হয়।
১৭) বাংলাভাষায় রচিত প্রথম সামাজিক নাটক?
= কুলীনকুল সবর্স্ব
নোটঃ রাম নারায়ন তর্করত্নের রচনাটি ১৮৫৪ সালে প্রকাশ হয়
১৮) বাংলাভাষায় রচিত প্রথম নাটক কোনটি?
= ভদ্রার্জুন
নোটঃ তারাপদ শিকদারের রচনাটি ১৮৫২ প্রকাশিত হয়
১৯) বাংলাভাষায় রচিত প্রথম ট্রাজিডি নাটক কোনটি ?
= কৃষ্ণকুমারী
নোটঃ মাইকেল মধূসূদন দত্তের রচনাটি ১৮৬১ সালে প্রকাশিত হয়
২০) আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য ?
= রঙ্গলাল বন্দোপাধ্যায়ের পদ্মিনী উপাখ্যান। ( ১৮৫৮ সালে প্রকাশিত হয়)
২১) মুসলমান সম্পাদিত প্রথম প্ত্রিকা কোনটি ?
= সমাচার সভারাজেন্দ্র
২২) বাংলাসাহিত্যের প্রথম চলিতরীতির ব্যবহারকারী কে ?
= প্রথম চৌধুরী
২৩) বাংলাভাষায় প্রকাশিত প্রথম সাময়িকী কোনটি ?
= দিকদর্শন ( ১৮৮১)
২৪) বাংলা সৈনিকে প্রথম মহিলা সাংবাদিক কে ?
= লায়লা সামাদ
No comments:
Post a Comment