১)"নাকের বদলে নরুন" বাগধারার অর্থ -
=যা প্রাপ্য তার চেয়ে কম দেয়া।
২)"ইতর বিশেষ"- বাগধারার অর্থ -
=পার্থক্য করা।
৩)বৃষ্টি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ -
=বৃষ্+তি
৪)শুদ্ধ বানান?
=আলস্য
৫)"ছকড়া নকড়া" বাগধারার সহজ অর্থ -
= অবহেলা।
৬)"চঞ্চল" এর বিপরীত শব্দ -
= অবিচল।
৭)I was much put out by the late arrival of the train - বাক্যটির যথার্থ বঙ্গানুবাদ -
= ট্রেনটি দেরিতে আসায় আমার অনেক অসুবিধা হলো।
৮)"মুক্তিযুদ্ধের ইতিহাস তথ্য ও দলিল" কে সম্পাদনা করেন?
=হাসান হাফিজুর রহমান।
৯) কোন গ্রন্থটি সৈয়দ মুজতবা আলীর রচনা নয়?
ক। অবিশ্বাস্য খ।পথে প্রবাসে গ।তুলনাহীন ঘ।টুনি মেম ঙ।শবনম
উত্তরঃ পথে প্রবাসে।
১০)সঠিক বানান?
=মুমূর্ষু।
১১)"আটকপালে " - বাগধারাটির অর্থ -
= কপাল পোড়া
১২)It is resulted in failure - এর সঠিক অনুবাদ -
= এটা ব্যর্থ হলো
১৩)কোন ভাষা থেকে আগত শব্দে "ণ" ব্যবহার করা অনুচিত?
= বিদেশী
১৪)"জিলাপীর প্যাচ" - বাগধারার অর্থ -
=কুটিল
১৫) 'ষড়ঋতু' শব্দের সঠিক সন্ধি বিচ্ছদ -
=ষট + ঋতু
-
প্রশ্ন-১ একটি বানর ৯২ ফুট উচু একটি তৈলাক্ত বাশ বেয়ে উপরে উঠতে লাগল। বানরটি প্রথম মিনিটে ১২ ফুট উঠে কিন্তু ২য় মিনিটে ৮ ফুট নিচে নেমে য...
-
প্রশ্ন -১ একটি ট্রেন ঘন্টায় ৪৮ কিমি বেগে ৩৬০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ১ মিনিটে অতিক্রম করল। ট্রেনটির দৈর্ঘ্য নির্নয় কর। সমাধানঃ ট...
-
প্রশ্ন - ১ ক ও খ একটি কাজ ১০ দিনে করে। খ একা ঐ কাজটা ২০ দিনে শেষ করে। ৪ দিন করার পরে খ চলে যায়। তবে বাকী কাজটি ক কতদিনে করবে? সমা...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment