-
প্রশ্ন-১ একটি বানর ৯২ ফুট উচু একটি তৈলাক্ত বাশ বেয়ে উপরে উঠতে লাগল। বানরটি প্রথম মিনিটে ১২ ফুট উঠে কিন্তু ২য় মিনিটে ৮ ফুট নিচে নেমে য...
-
প্রশ্ন -১ একটি ট্রেন ঘন্টায় ৪৮ কিমি বেগে ৩৬০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ১ মিনিটে অতিক্রম করল। ট্রেনটির দৈর্ঘ্য নির্নয় কর। সমাধানঃ ট...
-
প্রশ্ন - ১ ক ও খ একটি কাজ ১০ দিনে করে। খ একা ঐ কাজটা ২০ দিনে শেষ করে। ৪ দিন করার পরে খ চলে যায়। তবে বাকী কাজটি ক কতদিনে করবে? সমা...
Saturday, December 15, 2018
এক কথায় প্রকাশ - ১
1 অকালে পক্ক হয়েছে যা - অকালপক্ব।
2 অনুতে (পশ্চাতে) জন্মেছে যে - অনুজ।
3 অভিজ্ঞতার অভাব আছে যার - অনভিজ্ঞ।
4 অহংকার নেই যার - নিরহংকার।
5 আচারে নিষ্ঠা আছে যার -- আচারনিষ্ঠ।
6 আদি থেকে অন্ত পর্যন্ত - আদ্যন্ত, আদ্যোপান্ত ।
7 আপনাকে কেন্দ্র করে চিন্তা - আত্মকেন্দ্রিক।
8 ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি - ইতিহাসবেত্তা।
9 ইতিহাস রচনা করেন যিনি - ঐতিহাসিক।
10 ইন্দ্রিয়কে জয় করেন যিনি - জিতেন্দ্রিয়।
11 ঈষৎ আমিষ (আঁষ) গন্ধ যার - আঁষটে।
12 উপকারীর অপকার করে যে - কৃতঘ্ন।
13 উপকারীর উপকার স্বীকার করে না যে - অকৃতজ্ঞ।
14 উপকারীর উপকার স্বীকার করে যে - কৃতজ্ঞ।
15 এক থেকে শুরু করে ক্রমাগত - একাদিক্রমে।
16 কর্ম সম্পাদনে পরিশ্রমী - কর্মঠ।
17 কোনাে ভাবেই যা নিবারণ করা যায় না - অনিবার্য।
18 চক্ষুর সম্মুখে সংঘটিত - চাক্ষুষ।
19 জীবিত থেকেও যে মৃত - জীবন্মৃত।
20 তল স্পর্শ করা যায় না যার - অতলস্পর্শী।
21 পা থেকে মাথা পর্যন্ত - আপাদমস্তক।
22 ফল পাকলে যে গাছ মরে যায় - ওষধি।
23 যা অতি দীর্ঘ নয় - নাতিদীর্ঘ।
24 যা কষ্টে জয় করা যায় - দুর্জয়।
25 যা কষ্টে লাভ করা যায় - দুর্লভ।
26 যা কোথাও উঁচু কোথাও নিচু - বন্ধুর।
27 যা ক্রমশ বর্ধিত হচ্ছে - বর্ধিষ্ণু।
28 যা খুব শীতল বা উষ্ণ নয় - নাতিশীতােষ্ণ।
29 যা দীপ্তি পাচ্ছে - দেদীপ্যমান।
30 যা পূর্বে ছিল এখন নেই - ভূতপূর্ব।
31 যা পূর্বে দেখা যায় নি - অদৃষ্টপূর্ব।
32 যা পূর্বে শােনা যায় নি - অশ্রুতপূর্ব।
33 যা বলা হয় নি - অনুক্ত।
34 যা বলার যােগ্য নয় - অকথ্য।
35 যার অন্য উপায় নেই - অনন্যোপায়।
36 যার উপস্থিত বুদ্ধি আছে - প্রত্যুৎপন্নমতি।
37 যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না - অজ্ঞাতকুলশীল।
38 যার সর্বস্ব হারিয়ে গেছে সর্বহারা - হৃতসর্বস্ব।
39 যিনি বক্তৃতা দানে পটু - বাগ্মী।
40 যে ক্রমাগত রােদন করছে - রােরুদ্যমান।
41 যে নারী বীর সন্তান প্রসব করে - বীরপ্রসূ।
42 যে নারীর সন্তান বাঁচে না - মৃতবৎসা।
43 যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ - শ্বাপদসংকুল
44 যে বিষয়ে কোনাে বিতর্ক (বা বিসংবাদ) নেই - অবিসংবাদিত।
45 যে রব শুনে এসেছে - রবাহুত।
46 যে রােগ নির্ণয় করতে হাতড়িয়ে ক্লান্ত - হাতুড়ে।
47 লাভ করার ইচ্ছা - লিপ্সা।
48 সকলের জন্য প্রযােজ্য - সর্বজনীন।
49 হনন করার ইচ্ছা - জিঘাংসা।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment